আমার মা সবার মা ।
মা দুর্গা
প্রতিবছরের মতো এবছর আসছো এই পৃথিবীতে। তোমার আসার অপেক্ষায় অনেকে বসে আছে তারা অনেক আনন্দ করবে বলে । কিন্তু অনেকে আবার কাঁদছে তুমি আসবে বলে । সবাই তো আর বড়লোক নয় সবার কাছে তা যথেষ্ট টাকা নেই যে তারা আনন্দ করবে ।একটা জামা পড়তে পারবে না আবার অনেকে চারদিনের জন্য 12 থেকে 13 টা জামা কিনে বসে আছে মা তোমার কাছে আমার অনুরোধ যারা একটা জামা কাপড় পাইনি তাদের জন্য একটা করে কম দামি জামা কাপড়ের ব্যবস্থা করে দাও । আরো কিছু অনুরোধ আছে যেগুলো আমি লিখছি #
1. সবাই যেন পুজোর দিনগুলো খুশিতে কাটাতে পারে ।
2. সবাই নতুন বস্ত্র পরতে পায় ।
3. আর সমস্ত অশুভ শক্তির বি নাস করো ।
4. যারা সবার ভালো করে তাদের যেন কোনো ক্ষতি না হয় ।
এতটাই চাওয়ার ছিল আর কিছু যদি মনে পড়ে তাহলে আবারও লিখে দেবে ।
ইতি
তোমার ছেলে / ভক্ত
মা দুর্গা
প্রতিবছরের মতো এবছর আসছো এই পৃথিবীতে। তোমার আসার অপেক্ষায় অনেকে বসে আছে তারা অনেক আনন্দ করবে বলে । কিন্তু অনেকে আবার কাঁদছে তুমি আসবে বলে । সবাই তো আর বড়লোক নয় সবার কাছে তা যথেষ্ট টাকা নেই যে তারা আনন্দ করবে ।একটা জামা পড়তে পারবে না আবার অনেকে চারদিনের জন্য 12 থেকে 13 টা জামা কিনে বসে আছে মা তোমার কাছে আমার অনুরোধ যারা একটা জামা কাপড় পাইনি তাদের জন্য একটা করে কম দামি জামা কাপড়ের ব্যবস্থা করে দাও । আরো কিছু অনুরোধ আছে যেগুলো আমি লিখছি #
1. সবাই যেন পুজোর দিনগুলো খুশিতে কাটাতে পারে ।
2. সবাই নতুন বস্ত্র পরতে পায় ।
3. আর সমস্ত অশুভ শক্তির বি নাস করো ।
4. যারা সবার ভালো করে তাদের যেন কোনো ক্ষতি না হয় ।
এতটাই চাওয়ার ছিল আর কিছু যদি মনে পড়ে তাহলে আবারও লিখে দেবে ।
ইতি
তোমার ছেলে / ভক্ত
Comments
Post a Comment