Skip to main content

মায়ের কাছে চিঠি

আমার মা সবার মা ।



       মা দুর্গা
               প্রতিবছরের মতো এবছর আসছো এই পৃথিবীতে। তোমার আসার অপেক্ষায় অনেকে বসে আছে তারা অনেক আনন্দ করবে বলে । কিন্তু অনেকে আবার কাঁদছে  তুমি আসবে বলে । সবাই তো আর বড়লোক নয় সবার কাছে তা যথেষ্ট টাকা নেই যে তারা আনন্দ করবে ।একটা জামা পড়তে পারবে না আবার অনেকে চারদিনের জন্য 12 থেকে 13 টা জামা কিনে বসে আছে মা তোমার কাছে আমার অনুরোধ যারা একটা জামা কাপড় পাইনি তাদের জন্য একটা করে কম দামি জামা কাপড়ের ব্যবস্থা করে দাও । আরো কিছু অনুরোধ আছে যেগুলো আমি লিখছি #

1. সবাই যেন পুজোর দিনগুলো খুশিতে কাটাতে পারে ।

2.  সবাই নতুন বস্ত্র পরতে পায় ।

3. আর সমস্ত অশুভ শক্তির বি নাস করো ।

4. যারা সবার ভালো করে তাদের যেন কোনো ক্ষতি না হয় ।
       এতটাই চাওয়ার ছিল আর কিছু যদি মনে পড়ে তাহলে আবারও লিখে দেবে ।
                       
                                                ইতি
                                    তোমার ছেলে / ভক্ত 

Comments

Popular posts from this blog

PM Awas Yojana List – প্রকাশিত হল আবাস যোজনার নতুন ঘরের লিস্ট, প্রচুর মানুষ টাকা পাবেন, লিস্ট দেখে মিলিয়ে নিন।

 গৃহহীন দের গৃহ দিতে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের সম্মিলিত প্রকল্প PM Awas Yojana তথা বাংলা আবাস যোজনা। আর এই ধাপে কারা টাকা পাচ্ছেন, তাদের নামের তালিকা প্রকাশ। বাঁচতে গেলে আমাদের সকলেরই মাথার উপর ছাদের দরকার। কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত এমন অনেক হত দরিদ্র ব্যক্তি আছেন যাদের নিজেদের জন্য ঘর তৈরি করার সামর্থ্য নেই। আমাদের দেশ এবং রাজ্য সরকার এই সকল মানুষদের পাশে বারবার দাঁড়িয়েছেন। বিভিন্ন সরকারি আবাস যোজনার মাধ্যমে আমাদের দেশের কোটি কোটি অসহায় মানুষ তাদের মাথার উপর পাকা ছাদ গড়ে তুলতে সক্ষম হয়েছে। এসব আবাস যোজনা গুলির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক চালু করা প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য Pm Awas Yojana list 2023 এখনো পর্যন্ত এই প্রকল্পের অধীনে দেশের কোটি কোটিরও বেশি মানুষ নিজেদের জন্য পাকা বাড়ি তৈরি করেছে। সম্প্রতি আবারও এই প্রকল্পের অধীনে সরকার প্রকাশ করেছে একগুচ্ছ নতুন নামের লিস্ট। ভাই আপনি যদি এখনো এর সুবিধা না ভোগ করে থাকেন তবে আর দেরি না করে ঝটপট দেখে নিন PM Awas Yojana এর তালিকায় আপনার নাম আছে কিনা। এইমাত্র গত বছরই পশ্চিমবঙ্গে এই আবাস ...

বিশ্বব্যাঙ্কের প্রথম মহিলা ম্যানেজিং ডিরেক্টর হলেন অংশুলা কান্ত

বিশ্বব্যাঙ্কের প্রথম মহিলা ম্যানেজিং ডিরেক্টর হলেন অংশুলা কান্ত নিজস্ব প্রতিবেদন : যাত্রা শুরু ১৯৮৩ সালে। পরীক্ষা দিয়ে ভারতীয় স্টেট ব্যাঙ্কে প্রবেশনারী অফিসার হিসাবে চাকরিজীবনে প্রবেশ। তার পর কেটেছে ৩৬টা বছর। অনেক উঁচু-নিচু পথ অতিক্রম করে পৌঁছেছেন ভারতের বৃহত্তম ব্যাঙ্কের চূড়ায়। সাফল্যের সঙ্গে সামলেছেন ম্যানেজিং ডিরেক্টরের পদ। এ বার বিশ্বব্যাঙ্কের প্রথম মহিলা ম্যানেজিং ডিরেক্টর হলেন অংশুলা কান্ত। মূখ্য অর্থ সংক্রান্ত বিষয়ক আধিকারিকের পদেও নিয়োগ করা হল তাঁকে। বিশ্বব্যাঙ্কের সভাপতি ডেভিড ম্যালপাস  শুক্রবার অংশুলা-এর নিয়োগের কথা ঘোষণা করেন। অংশুলার প্রশংসা করে তিনি বলেন, অর্থনীতি, ব্যাঙ্কিং এবং ব্যাঙ্কিং-এ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে ৩৫ বছরের অভিজ্ঞতা রয়েছে অংশুলার। ডেভিড জানান, বিশ্বব্যাঙ্কের অর্থ ও ঝুঁকি সংক্রান্ত ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন অংশুলা। দিল্লির লেডি শ্রী রাম কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক। দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর  পড়াশোনা করেন অংশুলা কান্ত। এর পর পরীক্ষা দিয়ে ১৯৮৩ সালে ভারতীয় স্টেট ব্যাঙ্কে প্রবেশনারী অফিসার হিসাবে চাকরিজীব...