Skip to main content

সারাবেলা তোমায় ছাড়া

মেসেঞ্জারে টুকটুক করে সায়ানের সাথে কথা বলতে বলতে কখন যে রাত তিনটা বেজে গেলো টেরই পেলো না তিতলি। সায়ান তাগাদা করলো ঘুমকাতুরে তিতলিকে শুয়ে পড়তে। সকালেই ক্লাশ আছে। ঠিক করে না ঘুমালে মন দিয়ে লেকচার শুনতে পারবে না। তিতলির পড়াশোনার ব্যাপারে খুবই সজাগ দৃষ্টি তার। তার জন্যে যাতে তিতলির পড়া নষ্ট না হয় সেদিকে খুব খেয়াল রাখে সায়ান। কথা শেষ করে শুতে যাচ্ছে, মশারি গুঁজছে এমন সময় মোবাইলটা আবার নড়ে ওঠলো, সায়ান আবার। কৃত্রিম রাগ গলায় এনে তিতলি আদুরে গলায় জিজ্ঞেস করলো, আবার কি? নরম গলায় হাসতে হাসতে সায়ান বললো, ম্যাসেঞ্জারে কথা বলে কি মন ভরে? 

আজ তিন দিন হলো তোর গলা শুনি না জান। তোর গলা না শুনতে পেলে আমার কি রকম অস্থির লাগতে থাকে জানিস না তুই? এখন আমার সুন্দর ঘুম হবে, মিষ্টি একটা স্বপ্ন দেখবো তোকে নিয়ে। তিতলির গলা আবার ভরে এলো অভিমান, গতো দুদিন কি সেটা তোর মনে ছিলো না? সায়ানের মতো অতো সুন্দর করে গুছিয়ে না বলতে পারলেও তিতলিরতো তাই হয়, সেটা কি সে বুঝতে পারে না? ভালোবাসা আর অভিমানের দোলাচলে এক মিষ্টি মিশ্র অনুভূতি নিয়ে ঘুমাতে গেলো তিতলি।

Comments

Post a Comment

Popular posts from this blog

মায়ের কাছে চিঠি

আমার মা সবার মা ।        মা দুর্গা                প্রতিবছরের মতো এবছর আসছো এই পৃথিবীতে। তোমার আসার অপেক্ষায় অনেকে বসে আছে তারা অনেক আনন্দ করবে বলে । কিন্তু অনেকে আবার কাঁদছে  তুমি আসবে বলে । সবাই তো আর বড়লোক নয় সবার কাছে তা যথেষ্ট টাকা নেই যে তারা আনন্দ করবে ।একটা জামা পড়তে পারবে না আবার অনেকে চারদিনের জন্য 12 থেকে 13 টা জামা কিনে বসে আছে মা তোমার কাছে আমার অনুরোধ যারা একটা জামা কাপড় পাইনি তাদের জন্য একটা করে কম দামি জামা কাপড়ের ব্যবস্থা করে দাও । আরো কিছু অনুরোধ আছে যেগুলো আমি লিখছি # 1. সবাই যেন পুজোর দিনগুলো খুশিতে কাটাতে পারে । 2.  সবাই নতুন বস্ত্র পরতে পায় । 3. আর সমস্ত অশুভ শক্তির বি নাস করো । 4. যারা সবার ভালো করে তাদের যেন কোনো ক্ষতি না হয় ।        এতটাই চাওয়ার ছিল আর কিছু যদি মনে পড়ে তাহলে আবারও লিখে দেবে ।                                             ...

নেপালে ভয়ঙ্কর মেঘ ভাঙা বৃষ্টিতে হত ৪৩, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্য

নেপালে ভয়ঙ্কর মেঘ ভাঙা বৃষ্টিতে হত ৪৩, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা । কাঠমাণ্ডু:  প্রবল বর্ষণে বিধ্বংসী বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে নেপালে। গত এক সপ্তাহ ধরে নাগাড়ে বর্ষণে নেপালের সব নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। পাড় ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে একাধিক নদীর জল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নেপালের ললিতপুর, খোটাং, ভোজপুর, কাভরে, মকওয়ানপুর, সিন্ধুলি এবং ধাদিং। এই এলাকারই অধিকাংশ বাসিন্দার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিেয়ছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আশার কথা শোনা যায়নি। বর্ষণ চলবে বলে জানানো হয়েছে। নেপালের বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত বিহারের একাংশ। বিহারের একাধিক নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। কোশি, গণ্ডক, বুধি, গঙ্গা, ভাগমতি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে ।

ব্লগার হলো গুগল দ্বারা প্রদানকৃত একটি বিনামূল্যে ব্লগ তৈরি করার প্ল্যাটফর্ম। আপনি যদি একটি ব্লগ তৈরি করতে চান, তাহলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন:

  ব্লগারে প্রবেশ করুন : ব্লগারে গুগল অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করুন। যদি আপনার কোনও গুগল অ্যাকাউন্ট না থাকে, তবে প্রথমে একটি তৈরি করতে হবে। ব্লগ তৈরি করুন : গুগল অ্যাকাউন্টে প্রবেশ করার পর, "নতুন ব্লগ তৈরি করুন" বোতামটিতে ক্লিক করুন। এই ধাপে আপনার ব্লগের শিরোনাম এবং ঠিকানা নির্ধারণ করতে হবে। টেমপ্লেট নির্বাচন করুন : আপনার ব্লগে মাচিত একটি টেমপ্লেট নির্বাচন করুন। ব্লগার বিভিন্ন ডিজাইন এবং বিন্যাস বিকল্প উপস্থাপন করে। আপনি পরবর্তীতে নির্ধারিত টেমপ্লেটটি কাস্টমাইজ করতে পারেন। কনটেন্ট তৈরি করুন : এখন আপনি আপনার ব্লগে শেয়ার করতে চান সেই কনটেন্টগুলি তৈরি করতে পারেন। আপনি লেখা করতে পারেন, ছবি যুক্ত করতে পারেন, ভিডিও এম্বেড করতে পারেন। কাস্টমাইজ করুন : আপনি আপনার টেমপ্লেটটি কাস্টমাইজ করতে পারেন। রঙ, লেখার শৈলী, পেশাজীবন, পটভূমি ইত্যাদি পরিবর্তন করতে পারেন। সেটিংস কনফিগার করুন : আপনার ব্লগের মৌলিক সেটিংগগুলি নির্ধারণ করুন। শিরোনাম, বিবরণ, ভাষা পছন্দ ইত্যাদি এই ধাপে পরিবর্তন করা যায়। প্রকাশ করুন : কনটেন্ট তৈরি করার এবং সম্পাদনা করার পর, "প্রকাশ করুন" বোতামটিতে ক্লিক করে আপনি ...