Skip to main content

প্রতিটি পেট্রোল পাম্পে এই সুবিধা গুলি দেওয়া হয় আপনি কি পান দেখে নিন কি কি সুবিধা



পেট্রোল পাম্প আমাদের রক্ষাকর্তা। যখন আপনার গাড়ি নট নড়ন চড়ন, তখন নিকটবর্তী জ্বালানি স্টেশনে যাওয়া ছাড়া গতি নেই। ইদানীং পাম্পগুলি ফ্রি এয়ার সার্ভিস চালু করেছে। অর্থাৎ নিখরচায় চাকায় হাওয়া ভরে দেবে তাঁরা। দারুণ, না? কিন্তু এখনও অনেকেই এই ফ্রি এয়ার সার্ভিসের বিষয়ে অবহিত নন।
সমস্ত পেট্রোল পাম্পই গ্রাহককে বিশেষ কিছু সুবিধা দিতে দায়বদ্ধ। গাড়ির মালিকের আধিকার আছে এই পরিষেবাগুলি বুঝে নেওয়ার।


সমস্ত পেট্রল পাম্প থেকে পাওয়া সুবিধাগুলি

১। আপনার বাইক বা গাড়ির চাকায় কম হাওয়া থাকলে পাম্প থেকে বিনামূল্যে ভরে নিন। পরিবর্তে টাকা দাবি করলে, সেই পাম্পের বিরুদ্ধে অভিযোগ জানান।

২। বিনামূল্যে পানীয় জল এবং শৌচাগার।

৩। ফার্স্ট-এড।

৪। এই সুবিধাগুলি না পেলে বা পাম্প কর্মচারীদের ব্যবহারে অসন্তুষ্ট হলে অভিযোগ করুন। সমস্ত পাম্পে অভিযোগ নিবন্ধনের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক।

ফিল্টার পেপার টেস্ট

পেট্রোলের মান সম্বন্ধে সংশয় জাগলে ফিল্টার পেপার টেস্টের দাবি করুন। এই পরীক্ষায়, একখণ্ড ফিল্টার কাগজের ওপর এক ফোঁটা পেট্রোল ফেলা হয়। ফোঁটার রঙ গোলাপি হয়ে গেলে বিশুদ্ধ পেট্রোল। অন্য রঙ হলে ভেজাল আছে

বিনামূল্যে ফোন

জরুরী অবস্থায়, যে কোনও গ্রাহক বিনামূল্যে পাম্পের টেলিফোন ব্যবহার করতে পারেন। পাম্প কর্মচারীরা অনুমতি না দিলে অভিযোগ নথিবদ্ধ করুন।
জ্বালানির বিল

পেট্রোল ভরার পর বিল চেয়ে নিন। এই বিলেই পেট্রোলের জন্য দেওয়া করের পরিমাণ দেখানো হয়।

দাম প্রদর্শন বাধ্যতামূলক

সব পাম্পের মেশিনেই পেট্রোলের দাম দেখানো বাধ্যতামূলক। কারণ মূল্য জানার অধিকার সকল নাগরিকের আছে।

পেট্রোল বা ডিজেলের ঘনত্ব পরীক্ষা করতে পারেন

দাম দিয়ে কেনা পেট্রোল বা ডিজেলের ঘনত্ব নিয়ে সন্দেহ থাকলে পরীক্ষা করে দেখার দাবি জানাতে পারেন। গড়ির সিলিন্ডারের চার ভাগের তিন ভাগ তেলে ভর্তি করে তাতে যন্ত্র ডুবিয়ে দেখলেই পেট্রোল বা ডিজেলের তাপমাত্রা এবং ঘনত্ব জানা যায়।

পরিমাপ যাচাই করা যায়

যদিও মেশিনে পরিমাণ দেখায়, তার পরেও কোনও সন্দেহ থাকলে গ্রাহক ৫ লিটার পরিমাণের জগে পেট্রোল বা ডিজেল নিতে পারেন। প্রয়োজনে ওই জগের মাপও পরীক্ষা করে দেখা হয়।

অগ্নি নির্বাপক সরঞ্জাম

প্রতিটি পাম্পে অগ্নি নির্বাপণ সরঞ্জাম থাকা বাধ্যতামূলক।
পরিষেবাগুলি না দিলে শাস্তি

প্রথমবার লঙ্ঘনের জন্য ১৫ দিনের জন্য বিক্রয় এবং সরবরাহের ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হবে।

দ্বিতীয়বার লঙ্ঘনের জন্য ৩০ দিনের জন্য বিক্রয় এবং সরবরাহের ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হবে।

তৃতীয়বার লঙ্ঘিত হলে ডিলারশিপটি বাতিল করা হবে


নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব

কোনও পাম্পে পেট্রোল বা ডিজেল কিনতে গিলে নাগরিক হিসাবে অনেকগুলি নিয়ম মানা উচিৎ। নিজেদের নিরাপত্তার জন্যই কয়েকটি নীতি কঠোর ভাবে পালন করতে হয়।

১। পেট্রোল বা ডিজেল গাড়িতে নেওয়ার ঠিক আগে ইঞ্জিন বন্ধ করা উচিৎ। নাহলে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
২। পাম্প চত্বরে দেশলাই জ্বালানো কিংবা ধূমপান থেকে বিরত থাকা দরকার।
৩। পেট্রোল বা ডিজেলের মতো দাহ্য পদার্থ বোতল বা জারে নেওয়া উচিৎ নয়।
সম্প্রতি আইআইটি কানপুরের এক ছাত্র ‘ফুয়েল কোয়ান্টিফায়ার ডিভাইস’ নামে একটি যন্ত্র তৈরি করেছে। সেই যন্ত্রের সাহায্যে বাইক বা গাড়ির ট্যাঙ্কে কত পরিমাণ তেল আছে তা জানা যাবে মাত্র ১০ সেকেন্ডে। এই যন্ত্রের দাম রাখা হয়েছে দেড় থেকে দুই হাজার টাকা। চাহিদা বাড়লে ৫০০ টাকার নীচে নামানো যেতে পারে।

Comments

Popular posts from this blog

মায়ের কাছে চিঠি

আমার মা সবার মা ।        মা দুর্গা                প্রতিবছরের মতো এবছর আসছো এই পৃথিবীতে। তোমার আসার অপেক্ষায় অনেকে বসে আছে তারা অনেক আনন্দ করবে বলে । কিন্তু অনেকে আবার কাঁদছে  তুমি আসবে বলে । সবাই তো আর বড়লোক নয় সবার কাছে তা যথেষ্ট টাকা নেই যে তারা আনন্দ করবে ।একটা জামা পড়তে পারবে না আবার অনেকে চারদিনের জন্য 12 থেকে 13 টা জামা কিনে বসে আছে মা তোমার কাছে আমার অনুরোধ যারা একটা জামা কাপড় পাইনি তাদের জন্য একটা করে কম দামি জামা কাপড়ের ব্যবস্থা করে দাও । আরো কিছু অনুরোধ আছে যেগুলো আমি লিখছি # 1. সবাই যেন পুজোর দিনগুলো খুশিতে কাটাতে পারে । 2.  সবাই নতুন বস্ত্র পরতে পায় । 3. আর সমস্ত অশুভ শক্তির বি নাস করো । 4. যারা সবার ভালো করে তাদের যেন কোনো ক্ষতি না হয় ।        এতটাই চাওয়ার ছিল আর কিছু যদি মনে পড়ে তাহলে আবারও লিখে দেবে ।                                             ...

PM Awas Yojana List – প্রকাশিত হল আবাস যোজনার নতুন ঘরের লিস্ট, প্রচুর মানুষ টাকা পাবেন, লিস্ট দেখে মিলিয়ে নিন।

 গৃহহীন দের গৃহ দিতে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের সম্মিলিত প্রকল্প PM Awas Yojana তথা বাংলা আবাস যোজনা। আর এই ধাপে কারা টাকা পাচ্ছেন, তাদের নামের তালিকা প্রকাশ। বাঁচতে গেলে আমাদের সকলেরই মাথার উপর ছাদের দরকার। কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত এমন অনেক হত দরিদ্র ব্যক্তি আছেন যাদের নিজেদের জন্য ঘর তৈরি করার সামর্থ্য নেই। আমাদের দেশ এবং রাজ্য সরকার এই সকল মানুষদের পাশে বারবার দাঁড়িয়েছেন। বিভিন্ন সরকারি আবাস যোজনার মাধ্যমে আমাদের দেশের কোটি কোটি অসহায় মানুষ তাদের মাথার উপর পাকা ছাদ গড়ে তুলতে সক্ষম হয়েছে। এসব আবাস যোজনা গুলির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক চালু করা প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য Pm Awas Yojana list 2023 এখনো পর্যন্ত এই প্রকল্পের অধীনে দেশের কোটি কোটিরও বেশি মানুষ নিজেদের জন্য পাকা বাড়ি তৈরি করেছে। সম্প্রতি আবারও এই প্রকল্পের অধীনে সরকার প্রকাশ করেছে একগুচ্ছ নতুন নামের লিস্ট। ভাই আপনি যদি এখনো এর সুবিধা না ভোগ করে থাকেন তবে আর দেরি না করে ঝটপট দেখে নিন PM Awas Yojana এর তালিকায় আপনার নাম আছে কিনা। এইমাত্র গত বছরই পশ্চিমবঙ্গে এই আবাস ...

বিশ্বব্যাঙ্কের প্রথম মহিলা ম্যানেজিং ডিরেক্টর হলেন অংশুলা কান্ত

বিশ্বব্যাঙ্কের প্রথম মহিলা ম্যানেজিং ডিরেক্টর হলেন অংশুলা কান্ত নিজস্ব প্রতিবেদন : যাত্রা শুরু ১৯৮৩ সালে। পরীক্ষা দিয়ে ভারতীয় স্টেট ব্যাঙ্কে প্রবেশনারী অফিসার হিসাবে চাকরিজীবনে প্রবেশ। তার পর কেটেছে ৩৬টা বছর। অনেক উঁচু-নিচু পথ অতিক্রম করে পৌঁছেছেন ভারতের বৃহত্তম ব্যাঙ্কের চূড়ায়। সাফল্যের সঙ্গে সামলেছেন ম্যানেজিং ডিরেক্টরের পদ। এ বার বিশ্বব্যাঙ্কের প্রথম মহিলা ম্যানেজিং ডিরেক্টর হলেন অংশুলা কান্ত। মূখ্য অর্থ সংক্রান্ত বিষয়ক আধিকারিকের পদেও নিয়োগ করা হল তাঁকে। বিশ্বব্যাঙ্কের সভাপতি ডেভিড ম্যালপাস  শুক্রবার অংশুলা-এর নিয়োগের কথা ঘোষণা করেন। অংশুলার প্রশংসা করে তিনি বলেন, অর্থনীতি, ব্যাঙ্কিং এবং ব্যাঙ্কিং-এ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে ৩৫ বছরের অভিজ্ঞতা রয়েছে অংশুলার। ডেভিড জানান, বিশ্বব্যাঙ্কের অর্থ ও ঝুঁকি সংক্রান্ত ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন অংশুলা। দিল্লির লেডি শ্রী রাম কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক। দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর  পড়াশোনা করেন অংশুলা কান্ত। এর পর পরীক্ষা দিয়ে ১৯৮৩ সালে ভারতীয় স্টেট ব্যাঙ্কে প্রবেশনারী অফিসার হিসাবে চাকরিজীব...